অনলাইনে ওপিডি টিকিট কাটবার পদ্ধতি :-
১. রাজ্য স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট https://onlinehmis.wbhealth.gov.in/Login.aspx -এ যেতে হবে।
২. "Welcome to online ticket booking system" পেজ টি খুলে যাবে এবং সেখানেই নিজের ফোন নম্বর টি দিয়ে verify করিয়ে নিতে হবে। ফোন নম্বরে otp এলে sumbit করে দিতে হবে।
৩. আপনাদের সামনে form টি খুলে যাবে।
৪. সেখানে সর্ব প্রথম হসপিটালের নাম হিসেবে "Regional Institute of Opthalmology(RIO)" অপশনটি select করে নিতে হবে।
৫. সাধারণত হসপিটালে আউটডোর টিকিট কাটতে লাগে ২টাকা করে , কিন্তু অনলাইনে তা আপনারা সম্পূর্ণ বিনা মূল্যে কেটে নিতে পারছেন লম্বা লাইনে না দাঁড়িয়ে।
৬. যেদিন ডাক্তার দেখানোর কথা, তার ৭ দিন আগে থেকে ওই দিন বেলা ১১টা পর্যন্ত টিকিট কাটার অপসন খোলা থাকবে।
৭. Visit Date select করে নিয়ে বাকি গুরুত্বপূর্ণ তথ্য গুলো পূরণ করে নিয়ে submit করে দিতে হবে।
৮. তারপরই print out নিয়ে নিতে হবে এবং হসপিটালের নির্দিষ্ট কাউন্টারে সেটিকে নিয়ে গেলেই, সহ কর্মীরা বারকোড scan করে স্ট্যাম্প দিয়ে দিলেই আপনি ডাক্তার দেখাতে পারবেন।